তবু মনে রেখো মোরে
যদি হারায় যাই
এই জন-মানসের মাঝে
অথবা মহাকাশে দূর দীগন্তে
তবু মনে রেখো মোরে
এই নব-বসন্তের দিনে
একদিন তুমি আর আমি
হাতে রেখে হাত বসেছি
এই নদীতটে
বলেছি অনেক কথা অবান্তরে
দেখেছি সূর্জ্যের ঢলে যাওয়া
অনেক দূরে পাহাড়ের অন্তরালে
তবু মনে রেখো মোরে
তোমাদের এই দুর্বার গতিময় জীবনে
আমিও বেসেছি ভাল এই পৃথীবিকে
আমিও হেঁসেছি কেঁদেছি তোমাদেরই সাথে
আমাদের এই জন্মভূমির কোলে
তবু মনে রেখো মোরে
অনেক ছিল স্বপ্ন, কিছুবা হয়েছে পূর্ন
কিছু রয়ে গ্যাছে ভাঙ্গাঘুমের অন্ধকারে
তবু মনে রেখো মোরে…