Untitled

দেহ ত্যাগ করতে হবে

মনের ব্যথা ভুলে যাও

শরীরের কষ্ট চেপে যাও

দেহ ত্যাগ করতে হবে

এখন থেকে তৈরি হও

কাউকে কিছু বলবেনা 

চুপটি করে শুনে যাও

যে যা বলে বলতে দাও

একলা এসেছো একলা যাবে

কারুর আশায় কেন থামবে?

দেহ ত্যাগ করতে হবে

এখন থেকে তৈরি হও

কে যে আপন কে যে পর

এসব কথা অবান্তর

অনেক পথ পেরিয়ে এলে

স্মৃতি টুকু রেখে যাবে

সময়ের খেলা সবই

মুছে যাবে সেটাও একদিন

দেহ ত্যাগ করতে হবে

এখন থেকে তৈরি হও

Abandoned

Abandoned I am

By all

Since the time I awakened

I have been roaming the earth

Free of bondage, in thousands of nicknames

Wherever I go, I pick a new name

And abandon the old one

Thereby, I never age

I remain ever youthful

I have danced in the rains

I have crawled in the desert heat

I have swam the seas

To reach the summit of the highest peak

I have seen the bondage of the old man on the street

And the mother to the kitchen

Caring for the children who are but scoundrels

I have loved but never loved

Shunned from the lights of joy

Exiled to aimless roaming

In futile search of a home

That exist not for the abandoned me…

Do Remember Me

Do remember me

If I ever get lost

In the midst of the milling crowd

Or in the black holes of the universe

 

Do remember me

In the new spring of youth

Once you and me

Holding hands

Many wild thoughts having crossed

We have laughed aloud in gay abandon

We have seen the last rays of Sun

Melt away with the waves of the ocean

To rise again over the horizon

 

Do remember me

In your busy day when you miss you lunch

Just to finish that one assignment

Remember

That I too loved this land of ours

I had laughed, I had cried, all with you

 

Many a dreams became reality, got fulfilled

Yet, few remained behind the darkness of the slumber

To take shape in another time with another me

Do remember me…

তবু মনে রেখো

 

তবু মনে রেখো মোরে
যদি হারায় যাই
এই জন-মানসের মাঝে
অথবা মহাকাশে দূর দীগন্তে
তবু মনে রেখো মোরে
এই নব-বসন্তের দিনে
একদিন তুমি আর আমি
হাতে রেখে হাত বসেছি
এই নদীতটে
বলেছি অনেক কথা অবান্তরে
দেখেছি সূর্জ্যের ঢলে যাওয়া
অনেক দূরে পাহাড়ের অন্তরালে
তবু মনে রেখো মোরে
তোমাদের এই দুর্বার গতিময় জীবনে
আমিও বেসেছি ভাল এই পৃথীবিকে
আমিও হেঁসেছি কেঁদেছি তোমাদেরই সাথে
আমাদের এই জন্মভূমির কোলে
তবু মনে রেখো মোরে
অনেক ছিল স্বপ্ন, কিছুবা হয়েছে পূর্ন
কিছু রয়ে গ্যাছে ভাঙ্গাঘুমের অন্ধকারে
তবু মনে রেখো মোরে…