দেহ ত্যাগ করতে হবে
মনের ব্যথা ভুলে যাও
শরীরের কষ্ট চেপে যাও
দেহ ত্যাগ করতে হবে
এখন থেকে তৈরি হও
কাউকে কিছু বলবেনা
চুপটি করে শুনে যাও
যে যা বলে বলতে দাও
একলা এসেছো একলা যাবে
কারুর আশায় কেন থামবে?
দেহ ত্যাগ করতে হবে
এখন থেকে তৈরি হও
কে যে আপন কে যে পর
এসব কথা অবান্তর
অনেক পথ পেরিয়ে এলে
স্মৃতি টুকু রেখে যাবে
সময়ের খেলা সবই
মুছে যাবে সেটাও একদিন
দেহ ত্যাগ করতে হবে
এখন থেকে তৈরি হও